সুখ
ইকবাল হাসান ইয়ার।
একলা চলা,
নিছক এক ছলাকলা
একলা চলায় উপরওয়ালার নিষেধ যে আছে ভাই-----
চলার পথে দিনেরাতে সবখানেতেআমি যে তাই,
সঙ্গী খুঁজে বেড়াই।
একলা খাওয়া
একলা পড়া
আরাম আয়েশ একাই করা
তাতে যে সুখ নাই-----
সবার সাথে একসাথে বসি,
ফোটে যদি হাসি
তবে ই সুখ পাই।
0 comments:
Post a Comment