ঝড়েপড়া শিক্ষার্থী

ইকবাল হাসান ইয়ার।

দেখিলাম পথে হাতুড়ি সাবল হাতে
এক স্কুল পড়ুয়া না গিয়ে পাঠে,
কর্মস্থলে যাওয়ার লাগি পথের বাঁকে 
হাটেজিজ্ঞাসিনু তাকে,
পরীক্ষা রেখে হাতুরি সাবাল কেন হাতে?
কাঁদিয়া কাঁদিয়া সে কয়,
রীক্ষার ফি, স্কুলের বেতন বাপ জানের পক্ষে দেওয়া সম্ভব নয়-----জিজ্ঞাসিনু তাকে কি করেন বাবা তার?
কিভাবে চলে সংসার, কী তার আয় রোজগার?
জবাবে সে কয়, বোটের লেবার খেটে বাবার সংসার চালাতে হয়।সংসার চালানোই কষ্টসাধ্য তার,
কেমনে চালাবে লেখাপড়া আমার?
কষ্ট নিয়া বলিলাম তারে--
ঠিক আছে যাও তবে তায়,
দেখি তোমার লাগি কী করা যায়?


0 comments:

Post a Comment

Facebook

https://www.facebook.com/amarlekhabd/

Ad Home

Follow Us

Sponsor

Recent Posts

আমার লেখা বিডি

Popular Posts