নির্ঘুম রাতগুলোই স্বাক্ষী ছিলো আমার আর আমার অনুভূতির অনুভব হয়ে।ভোরের সোনালী আলোই ছুঁয়ে গেছিলো অধরা স্বপ্নের অন্তিম ভাঙনটাকে।আর তারপর,সাড়া দুপুর টাই ছিলো চোখের আড়ালে।ক্লান্ত বিকেল বেলাটায় ছুটে চলেছিলাম বাচার টানে।স্নিগ্ধ সন্ধ্যা টা কেটেছে সংশয়ে।আর এভাবেই মধ্যরাত্রি থেকে আর একটা নতুনত্ব চলে ও এলো।জীবন তো বয়েই চলেছে, সময় ও ফুরিয়ে যাচ্ছে,আর আমি জরাজীর্ণ এই আমাকে ঠেলে ঠেলে পাড়ি দিচ্ছি সব বিশাল বিশাল ঢেউয়ের সাগরে।#বহমান_আমি।
0 comments:
Post a Comment